Top

কেশবপুরে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ

১২ আগস্ট, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
কেশবপুরে সংখ্যালঘুদের বিক্ষোভ সমাবেশ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে সোমবার বিকেলে সংখ্যালঘু অধিকার সংরক্ষণের উদ্যোগে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, সংখ্যালঘু অধিকার সংরক্ষণের কেশবপুরের সমন্বয়ক তাপস পাল, গৌরব অধিকারী, শ্রাবন্তী দাস, চিরঞ্জিত শীল প্রমুখ। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং নির্যাতনের তীব্র নিন্দা জানান। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

এসকে

শেয়ার