Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

০৩ আগস্ট, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

৯ দফা দাবিতে লক্ষ্মীপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলা শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়৷ সেখানে বেলা ১২টা পর্যন্ত অবস্থান নেয় তারা। বিক্ষোভকারীদের হাতে লাঠিসোটা লক্ষ্য করা যায়।

্এ সময় পুলিশ সদস্যরা কিছুটা দূরত্বে অবস্থান নেয়।

আন্দোলনকারীরা তাদের উপর গতকাল শুক্রবার দুপুরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায়, জুমার নামাজের পর জেলা শহরের চকবাজার এলাকায় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হয়। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা বিচার দাবি করেন। এছাড়া ঢাকাসহ সারাদেশ ছাত্র ও নিরীহ জনগণের উপর নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায়ও বিচারের দাবি জানিয়েছেন

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

এসকে

শেয়ার