Top

জয়পুরহাটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো পুলিশ

১১ মার্চ, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
জয়পুরহাটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো পুলিশ
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট সদর থানার সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া আট হাজার টাকা তার মালিক সাহেব পাড়ার দুলাল নামের এক শ্রমিককে ফেরত দিয়েছেন সদর থানায় কর্মরত পুলিশ সদস্য এসআই জাকির আল আহসান।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ কাগজে মোড়ানো অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা ৫০ মিনিট পরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলো হস্তান্তর করেছেন থানার এসআই জাকির আল আহসান।

পুলিশের এসআই জাকির আল আহসান এ বিষয়ে জানান, সদর থানা রোডে আলীম সাহেবের মার্কেটের পাশে কাগজে মোড়ানো অবস্থায় পাঁচশত টাকার ১৬টা নোট অর্থ্যাৎ আট হাজার টাকা কুড়িয়ে পাই, সকাল সাড়ে ১০টা নাগাদ টাকাগুলো কুড়িয়ে পাওয়ার পরে জয়পুরহাটের স্থানীয় একটি ফেসবুকের  মাধ্যমে পোষ্ট করার ৫০ মিনিট পরে টাকার আসল মালিককে খুঁজে পাই। তারপরে আসল মালিক শ্রমিক দুলালের হাতে টাকাগুলো হস্তান্তর করি।

হারানো টাকা ফেরত পেয়ে শ্রমিক দুলাল বলেন, বর্তমান সময়ে পুলিশের এসআই জাকির স্যারের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেয়ার