Top

বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

০৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
কবি নজরুল কলেজ প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ক্যাম্পাসে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিম।

৭ দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৩২ টি দল। যেখানে অংশ নিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট, ছাত্র কল্যাণের দল। যেখানে আয়োজক কমিটিতে রয়েছেন মাসুদ রানা, আশিকুর রহমান সরল, আজহারুল ইসলাম, সোহাগ মিয়া, মোস্তোফা কামাল, তন্ময় হাসান নাঈম, আলী কবির, মুজাহিদ প্রমূখ। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান ফাহিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করতে ছাত্রদলের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন  এখানে ব্যাডমিন্টন খেলে সে লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের শিক্ষার্থী সমাজ যেন কোনো ধরনের ঝামেলাপূর্ণ কাজে অংশগ্রহণ না করে খেলাধুলায় মনোনিবেশ করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ তৈরি করছি। এখানে সকল শিক্ষার্থী নিজেদের মতো খেলাধুলা সহ সকল কিছু করতে পারবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো।

এনজে

শেয়ার