Top

জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

০৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক, তৌহিদ সিয়ামকে সদস্যসচিব, নাকিব আল মাহমুদ অর্ণবকে মুখ্য সংগঠক এবং মালিহা নামলাহকে মুখপাত্র করা হয়েছে।

এছাড়াও, ইমরান শাহরিয়ারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনাকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ওবায়দুল্লাহকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাতকে যুগ্ম সদস্য সচিব, জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হানকে সংগঠক এবং নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন ও গালিব হাসানকে সদস্য করা হয়েছে। এছাড়া, আরিফ সোহেল ও মেহেরাব সিফাত কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন।

আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই আন্দোলনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষা করার পাশাপাশি এটি সারা দেশের সাধারণ জনগণের সর্বাধিক গ্রহণযোগ্য সংগঠন হিসেবে ড়ে তুলতে সচেষ্ট থাকব। গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।”

এই কমিটির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও সক্রিয় ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এনজে

শেয়ার