Top
সর্বশেষ

মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

২২ মার্চ, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন ভবন আদমজী কোর্টে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।

“ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আমাদের ১১টি ইউনিট সেখানে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।”

আদমজী কোর্টের পাশেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক ভবন হওয়ায় ধোঁয়া দেখে সেখানেই আগুন লেগেছে বলে ধারণা করেছিলেন অনেকে। ফায়ার সার্ভিসও প্রথমে এনআরবি ব্যাংক ভবনের কথা বলেছিল। পরে সেই তথ্য সংশোধন করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

শেয়ার