Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮, এলাকায় থমথমে আবস্থা

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮, এলাকায় থমথমে আবস্থা
আলী আজীম, মোংলা (বাগেরহাট) :

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে।

পুলিশ জানায়, মিয়াপাড়া এলাকায় শহিদুল মোল্লার বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের মধ্যে নারীও রয়েছে।

আহতরা হলেন যুবদলের কর্মী জসিম, মাহাবুব, লিটন ও দিলরুবা এবং আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও তার স্ত্রী পারভীন। বিএনপি সমর্থক আহত ৪ জনকে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আওয়ামী লীগের আহত সমর্থকদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে দেয়া হচ্ছে না বলে দাবি করেছেন শহিদুল মোল্লার স্বজনরা।

আহত বিএনপির সমর্থকরা বলেন, এলাকায় নাশকতার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা শহিদুল মোল্লার বাড়ীতে গোপন মিটিং হচ্ছিল। এই সংবাদ শুনে বিএনপির সমর্থকরা সেখানে যায়। কিন্তু তারা বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা করে।

আওয়ামী লীগের আহতরা বলছেন, রাতে বাড়ির সামনে বের হলেই প্রথমে শহিদুল মোল্লার ওপর হামলা করা হয়। এরপর বাড়ির ভেতরে ঢুকে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বিএনপির লোকজন।

সংবাদ পেয়ে পুলিশ ও নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ কর্মকর্তা বলেন, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে পুলিশ ও নৌ সদস্য মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এনজে

শেয়ার