Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ: নূরুল ইসলাম বুলবুল

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ: নূরুল ইসলাম বুলবুল
নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি মতবাদ পূর্ণাঙ্গরূপে ইসলামের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ। আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতিত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়’। আল্লাহ আরো বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না?- আল্লাহর সে নিদের্শ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী। আমরা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছি, আন্দোলন করছি। এই আন্দোলনের সুফল পরিপূর্ণ পাওয়া যাবে মানুষ যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দিবে।

সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। ইসলাম ব্যতিত অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়। যারা নিজস্ব মতবাদ প্রতিষ্ঠায় কাজ করে, তারাই জনগণকে শোষণ করে, করেছে এবং করবে। জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করে সেজন্য জামায়াতে ইসলামী এদেশের জনগণকে শোষণ করেনি, করবে না। জনগণের খেদমত করাই আমাদের আদর্শ। জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে তিনি দায়িত্বশীলদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মো. শামসুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমীর মো. গিয়াস উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার সদস্য আবুল কাশেম গাজী প্রমুখ।

এনজে

শেয়ার