Top

সাত ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের মৃত্যু

২৩ মার্চ, ২০২১ ১:৫৪ পূর্বাহ্ণ
সাত ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৫ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আটটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কয়েকটি ইউনিট সাত ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আতিকুর রহমান রাত ১১টার দিকে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুড়ে যাওয়া বিভিন্ন ক্যাম্পে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধারে কাজ চলছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে আটটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৩ হাজার বসতঘর পুড়ে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয়রা জানান, আগুনে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তারা পাঁচজনের পোড়া মরদেহ দেখেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

শেয়ার