Top
সর্বশেষ
পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি কোম্পানিগুলোর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি: বিএসইসি চেয়ারম্যান দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো ডিসেম্বরে আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, আরো এক মিস্ত্রীর মৃত্যু

২৯ ডিসেম্বর, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড, আরো এক মিস্ত্রীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংগাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রী আব্দুল রনির (৩০) মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ৮দিন চিকিৎসাধীন থাকার পর ওই রং মিস্ত্রীর মৃত্যু হয়। রং মিস্ত্রী আব্দুল রনি গাইবান্ধা সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন দুপুর দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা তিন ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এনজে

শেয়ার