কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি হলের নৈশপ্রহরী, ডাইনিং বয় ও অন্যান্য কাজে নিয়োজিত কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজয়-২৪ হল। সর্বমোট ৩০ জনের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এবং বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান।
প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, “আমরা ১৬ ডিসেম্বর শিক্ষার্থীদের জার্সি বিতরণ করার সময় কর্মচারীরা আমাদের কাছে আবদার করেন। তখন আমরা তাদের জানিয়েছিলাম, তাদের জন্য একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হলো।”
বিজয়-২৪ হলের কর্মচারী মো. আব্দুর রহমান বাবু তার অনুভূতি প্রকাশ করে বলেন, “শীতবস্ত্র পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, তারা শিক্ষার্থী ও কর্মচারীদের সুবিধা-অসুবিধাগুলোতে সদয় নজর দেবেন।”
এনজে