Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী

২৩ জানুয়ারি, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
সাহিত্য পুরস্কার ও সম্মাননা পেলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক :

মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। গত ২১ জানুয়ারি ২০২৫ রাতে এই পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) এর সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর। এসময় জানানো হয়, গত আট বছর ধরে বিভিন্ন বিভাগে সংগঠনটি পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

এসবিএসপি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী বলেন, মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকেই ২০১৭ পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়ে আসছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। এই সাহিত্য পুরস্কার আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন কাজের জন্য উৎসাহিত করবে।

প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে: নাট্যোপন্যাস ও নাটক- যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চন্দ্রাবতী; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার- তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার- অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্যসংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ। গবেষণা- ইতালি: আদ্যন্ত ইতিহাস; জার্মানি: অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য: প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড: সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।

এনজে

শেয়ার