গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১৩০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
কান্দি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান তুষার মধু কৃষকরে হাতে এসব স্প্রে মেশিন তুলে দেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্প্রে মেশিন পেয়ে কৃষক প্রদীপ মন্ডল বলেন, চলতি বোরো মৌসুমে এই স্প্রে মেশিন আমাদের খুব উপকারে আসবে। ইউনিয়ন পরিষদের এই ধরনের উদ্যোগ কৃষিকাজকে আরোও সহায়ক করে তুলবে।
ইউপি চেয়ারম্যান তুষার মধু বলেন, আমাদের কৃষকদের সহায়তা করা ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে কৃষকরা আরোও উন্নত প্রযুক্তির সুবিধা পেতে পারেন।
এনজে