Top
সর্বশেষ
জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামের বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম
দিদারুল আলম, চট্টগ্রাম :

কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী থাকা পেঁয়াজের দাম চট্টগ্রামের বাজারে ফের বাড়ছে। গেল এক সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ ব্যবসায়ীরা জানান, গেল ২৬ জানুয়ারি ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার আমদানি করা ভারতীয় পেঁয়াজ এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে খাতুনগঞ্জে।

এদিকে পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারে। নগরীর খুচরা বাজারগুলোতে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খোদ সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের দৈনিক বাজার দর অনুযায়ী, গেল এক সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৯ টাকা বেড়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের দৈনিক বিভাগীয় বাজার দর অনুযায়ী, গেল ২৬ জানুয়ারি নগরীতে দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ এবং আমদানি করা পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ পর গতকাল দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ এবং আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এদিকে পাইকারিতে অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। তবে খুচরায় কেজিতে ৫ টাকা বেড়েছে আমদানি করা রসুনের দাম। সোমবার খুচরা বাজারে আদা ১৫০ এবং ২৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আমদানি করা বড় রসুন।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার-সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, চাহিদা তুলনামূলক বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। দামও সহনীয় পর্যায়ে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পাওয়া এটা স্বাভাবিক নয়। এর পেছনে অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের হাত থাকতে পারে। তাই সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার উচিত, এখন থেকেই বাজার পরিস্থিতি কঠোরভাবে নজরে রাখা। যাতে রমজানকে কেন্দ্র করে অতীতের মতো কারসাজি না হয়।

এম জি

শেয়ার