Top

সীতাকুণ্ডে ডিসি পার্কে হামলা-ভাঙচুর, আহত ২০

০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ডিসি পার্কে হামলা-ভাঙচুর, আহত ২০
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্ক ফুল উৎসবে মঙ্গলবার রাতে অতর্কিত হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ৩০-৪০ জন দুর্বৃত্ত হকিস্টিক, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে পার্কের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা টিকেট কাউন্টার, ডেস্ক, কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং কাউন্টারে কর্মরতদের মারধর করে। এ সময় আতঙ্কে দর্শনার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পার্কের বাইরে রাখা ১৫-২০ টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হামলার সূত্রপাত হিসেবে জানা যায়, পার্কিং কর্মচারীদের সাথে একটি লরির ড্রাইভারের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে লরি ড্রাইভার সড়কে লরি দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং আধা ঘণ্টা পর দলবল নিয়ে এসে পার্কে হামলা চালায়। টিকেট কাউন্টারের এক কর্মচারী জানান, লরি, ট্রাক মালিক সমিতি ও ডিপো কর্তৃপক্ষের নির্দেশে ড্রাইভার ও হেলপাররা এ ঘটনা ঘটিয়েছে।

অন্য একটি সূত্রমতে, বিকেলে জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা একজন গাড়ি চালককে মারধর করে। এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা কাস্টমস মোড়ে সড়ক অবরোধ করে। এরপর পার্কের বাইরে অবস্থানরত হকার, গাড়ির চালক-কর্মচারীরা একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

হামলাকারীদের মধ্যে বিভিন্ন বয়সী লোকজন ছিল। তাদের কারো কারো মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং বেশিরভাগ হাতে ছিল লাঠি। অনেকে লুঙ্গি পরাও ছিল।

চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, সীতাকুণ্ড ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সহিংসতার ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডিসি পার্ক নিরাপত্তা প্রহরী ও আনসারদের সঙ্গে বিএম কন্টেনার ডিপোর চালকদের মারামারির অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

এদিকে ডিসি পার্কে হামলার ঘটনায় প্রাইম মুভার শ্রমিকরা নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকায় সড়ক অবরোধ করেন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এম জি

শেয়ার