বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুপ্ত জ্ঞান,দক্ষতা, নৈতিক চরিত্র , দেশপ্রেম এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মিশন নিয়ে কাজ করছে বলে জানান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও কলেজের দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন ।
এসময় বাংলাদেশ ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুপ্ত জ্ঞান,দক্ষতা, নৈতিক চরিত্র ও দেশপ্রেম নিয়ে কাজ করে এই মেসেজ আমরা ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেব এবং আমাদের গঠনমূলক কাজে তাদের অংশীদার করতে চাই। আর এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনের সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই মিশন নিয়ে কাজ করে আসছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। পূর্ববর্তী সময়ে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের জানার আগ্রহ থাকা সত্ত্বেও সুযোগ ছিল না। তবে আল্লাহর রহমতে আমরা এখন সে সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে শিবিরের সাংগঠনিক এবং ইসলামের সৌন্দর্যকে আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ইসলামী ছাত্রশিবিরকে গ্রহণ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ আগ্রহ ও উদ্দিপনার সাড়া পাওয়া যাচ্ছে।
এনজে