Top
সর্বশেষ
শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

ঢাকা ওয়াসার ১১ রাজস্ব পরিদর্শককে বদলি

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
ঢাকা ওয়াসার ১১ রাজস্ব পরিদর্শককে বদলি
নিজস্ব প্রতিবেদক :

কর্তৃপক্ষের যথাযথ কাজের স্বার্থের কথা উল্লেখ করে নিজেদের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্য জোনে বদলি করেছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সম্প্রতি একটি অফিস আদেশ জারি করে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাদের যোগদান করতে হবে অন্যথায় তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জানা গেছে, ১১ জন রাজস্ব পরিদর্শকের মধ্যে রাজস্ব জোন-৫ থেকে রাজস্ব জোন-৩ এ বদলি করা হয়েছে রাজস্ব পরিদর্শক তাজাম্মল হক মোল্লাকে। একইভাবে রাজস্ব জোন-৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৯ এ দেওয়া হয়েছে খন্দকার মো. জাকির আকরবকে, রাজস্ব জোন-২ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে আশকার ইবনে শায়েখকে, রাজস্ব জোন-১ বদলি করা হয়েছে আখতারুজ্জামান মোড়লকে।

রাজস্ব জোন-৭ থেকে বদলি করে রাজস্ব জোন-৩ এ দেওয়া হয়েছে দেলোয়ার হোসেনকে, রাজস্ব জোন ৪ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আজিজুর রহমান মন্ডলকে, রাজস্ব জোন -৮ থেকে বদলি করে রাজস্ব জোন-৫ এ দেওয়া হয়েছে শাহ আলমকে, রাজস্ব জোন-৫ এ বদলি করা হয়েছে আব্দুল সালাম খানকে।

এছাড়া রাজস্ব জোন-৬ থেকে বদলি করে রাজস্ব জোন-৭ এ দেওয়া হয়েছে আব্দুল হাকিমকে এবং রাজস্ব জোন-১০ থেকে বদলি করে রাজস্ব জোন-১ এ দেওয়া হয়েছে রবিউল আলমকে।

বিএইচ

শেয়ার