Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

গভীর রাতে মার্কেটে আগুন, ৩ রোহিঙ্গা নিহত

০২ এপ্রিল, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ণ
গভীর রাতে মার্কেটে আগুন, ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া রোহিঙ্গারা ওই মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডে মার্কেটটির বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

নিহতরা হলেন- আনছার উল্লাহ (২০), ফরিদুল ইসলাম (২৫) ও আয়াছ (২২)।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারের মার্কেটে আড়াইটার দিকে আগুন লাগে। ভোররাত সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শেয়ার