লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে বাস ছাড়া সবই চলছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। চলবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।
মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে চলছে। রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ে অফিসগামী সাধারণ যাত্রীরা। কাশেম নামে এক পথচারি বলেন, করোনার প্রথম দিন পরিবহন সংকটের কারণে অফিসে হেটে এসেছি গেন্ডারিয়া থেকে পল্টনে আসতে ২ ঘন্টা লেগেছে। আজ আমি ৬ হাজার টাকায় একটি সাইকেল কিনে অফিসে যাচ্ছি। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।
স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে সড়ক ও কাঁচাবাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিধি-নিষেধ বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। মাস্ক ছাড়া অনেক মানুষ অবাধে চলাচল করছে।