Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

আজ ও আগামীকাল মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হতে পারে

০৭ এপ্রিল, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
আজ ও আগামীকাল মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হতে পারে

আজ বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত (দুদিন) দেশের মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত বা সমস্যা দেখা দেবে। চলতি মাসেই দ্বিতীয়বারের মতো এ সমস্যার সম্মুখীন হচ্ছেন মোবাইলফোন গ্রাহকরা।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের পর থেকে আর এ ধরনের সমস্যা দেখা দেবে না। বরং গ্রাহকরা আরও উন্নতমানের সেবা পাবেন।

ড. মো. সোহেল রানা বলেন, ‘নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আজ ও আগামীকাল মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হতে পারে। তবে খুব বেশি নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা নয়। প্রথম ধাপে ১ এপ্রিল কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আজ রাতে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। ফলে আজ রাতে ও আগামীকাল সকালে সমস্যা দেখা দেবে।’

মোবাইলফোনের নেটওয়ার্কের সেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের কাছে বিটিআরসি দুঃখ প্রকাশ করেছে বলে জানান ড. মো. সোহেল রানা।

বিটিআরসির তরঙ্গ বিভাগ জানায়, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আজ দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, গত ৮ মার্চ নিলামে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ তরঙ্গ যথাক্রমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সকে বরাদ্দ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের অনুকূলে আগে বরাদ্দ দেওয়া তরঙ্গের সঙ্গে নিলামে বরাদ্দ দেওয়া নতুন তরঙ্গ এক করতে রি-অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে।

ফলে সব মোবাইল অপারেটরের তরঙ্গ পরিবর্তন হবে। তাই এ সমস্যা দেখা দেবে। তবে আগামী ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেওয়া শুরু হলে আর এ সমস্যা থাকবে না। উল্লেখিত সময়ের পর থেকে গ্রাহকরা উন্নতমানের সেবা পাবেন।

শেয়ার