Top

মুহাম্মদ জাভেদ হাকিমের কবিতা

১৬ জুন, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
মুহাম্মদ জাভেদ হাকিমের কবিতা

সাধু
মুহাম্মদ জাভেদ হাকিম

ওড়না ছাড়া যুবতী নারীর উদ্যম বক্ষ দেখিয়া
যে পুরুষের জাগেনা মনে কামুক ভাব
সে যেন পুরুষের আড়ালে সাক্ষাৎ স্বর্গীয় দূত
আর না হয় সে পুরুষ নামের অন্তরালে।

ধযভঙ্গ কিংবা হিজড়া গোত্রীয় রক্তমাংসের মানুষ
এরপরেও কথা থেকে যায়
বীরপুরুষরা ওড়না ছাড়া কেন
উলঙ্গ নারী দেহ দেখলেও চোখ ফেরাতে পারে।

তবে এরকম বাহাদুর সুপুরুষ
আজকের সমাজে আছে ক’জনা?

আমি তুমি সে
মঞ্চে উঠার সুযোগ পেলে
তখন বুঝা যায় সাধু বাবা কে?

শেয়ার