Top

মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

২৬ সেপ্টেম্বর, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অকটেন পরিমাপে কম দেওয়ায় হাজী আব্দুল হক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাখা। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি বলেন, অভিযানে মাপে কম দেওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় খোকন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।

তিনি আরও বলেন, প্রতি ৫ লিটার অকটেনে ৪৭০ মি.লি অকটেন পরিমাপে কম দিচ্ছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪৮ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার