Top
সর্বশেষ

এবার ফাঁকা মাঠেই চাকরি হবে অনেক প্রার্থীর

০৫ নভেম্বর, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
এবার ফাঁকা মাঠেই চাকরি হবে অনেক প্রার্থীর

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে গণপরিবহন। এ সুযোগে চড়া ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল চালকরা। পিছিয়ে নেই রিকশাচারকরাও। এতে যাত্রীদের দুর্ভোগ হলেও পকেট ভারি হচ্ছে ওইসব যানবাহনের চালকদের।

অনেকটা একই অবস্থা চাকরিপ্রার্থীদের। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই পরীক্ষা দিতে আসতে পারেননি। এছাড়াও একই সময়ে ৯টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা থাকায় কোনো কোনো পদে অনেকের ফাঁকা মাঠেই চাকরি হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়।

সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিকরা। এর মধ্যেই সকালে ১৭টি ও বিকেলে ৯টি মিলিয়ে মোট ২৬টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। ফলে একজন প্রার্থী একটি পরীক্ষায় অংশ নিলে বাকিগুলো অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন।

জানা যায়, ঢাকার ৬৫টি কেন্দ্রে প্রায় ২ লাখ ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর রাষ্ট্রায়ত্ত সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার ৯ম গ্রেডের পদে পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এতে ১০-২০তম গ্রেডে যারা আবেদন করেছেন তারা সেগুলোতে অংশ নিতে পারছেন না। এই পদটিতে বেশি সংখ্যক প্রার্থী হওয়ায় তুলনামূলক কম পরীক্ষার্থী অংশ নিতে পারে অন্য পদগুলোতে।

চাকরিপ্রার্থীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় অনেকে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসতে পারেননি। সেইসঙ্গে সিনিয়র অফিসার পদে দুই লাখের বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। এখানে পদও বেশি রয়েছে। আবার ৯ম গ্রেড হওয়ায় ভালো ও যোগ্যপ্রার্থীরা এটাতেই পরীক্ষা দিবেন বেশি। ফলে নিচের গ্রেডে অনেকে ফাঁকা মাঠেই চাকরি পেয়ে যেতে পারেন।

শেয়ার