Top
সর্বশেষ

ভাড়া বাড়ল ২৭ শতাংশ, আদায় হচ্ছে ৫০ শতাংশ

০৯ নভেম্বর, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
ভাড়া বাড়ল ২৭ শতাংশ, আদায় হচ্ছে ৫০ শতাংশ

সরকারের বাস ভাড়া বাড়ানোর ঘোষণার পরপরই মহানগরী গুলোতে ইচ্ছেমত বাড়া আদায় করছেন হেল্পাররা। অনেক পরিবহনই ৫০ শতাংশ বেশি ভাড়া নিচ্ছে। সিএনজিচালিত বাসের ভাড়া না বাড়লেও অনেক পরিবহন নতুন রেটে ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলেই দুর্ব্যবহার ও বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

গতকাল বন্দরনগরীর মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, ষোলশহর, অক্সিজেন, কর্ণফুলী শাহ আমানত সেতু ও চকবাজার এলাকা ঘুরে সিএনজিচালিত মিনিবাস ও বাসগুলোকে যাত্রীদের কাছ থেকে আগের ভাড়ার প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করতে দেখা গেছে।

একই চিত্র দেখা গেছে ঢাকায়। সরকারের নির্ধারিত ২৮ শতাংশের বেশি ভাড়া গুণতে হয়েছে যাত্রীদের।

বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গতকাল গুলিস্তান থেকে ‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেড’ বাসে ফার্মগেটে আসেন। তাকে ১৫ টাকা বাস ভাড়া দিতে হয়েছে, যা আগের ভাড়ার তুলনায় ৫০ শতাংশ বেশি।

তিনি জানান, কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার বিষয়ে বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘প্রতিটি বাসই বেশি ভাড়া নিচ্ছে।’

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও চট্টগ্রামে মোট ২২০টি বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অন্তত ৬৭টি বাস আটক করে।

বিআরটিএ’র এক কর্মকর্তা জানান, ২২০টি বাসের মধ্যে ২৯টি সিএনজিচালিত বাস এবং ৩৮টি ডিজেলচালিত বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছিল।

পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু এটি প্রথম দিন ছিল, তাই আমাদের ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেয়নি, বরং বাস অপারেটরদের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বলা হয়।’

তিনি আরও জানান, তাদের মধ্যে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মঙ্গলবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বিআরটিএ মোট জরিমানা করেছে ১ লাখ ৫৪ হাজার টাকা। যোগাযোগ করা হলে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, কেউ যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি বাসকে জরিমানা করেছে।’

প্রথম দিনই ঢাকায় কিছু ‘অনিয়ম’ হয়েছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ।

সিএনজিচালিত বাসের নতুন ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজধানীতে ৫ হাজার বাসের মধ্যে মাত্র ২০০টি বাস সিএনজিতে চলছে এবং সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে সেসব গাড়িচালকদের বর্ধিত ভাড়া আদায় না করতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘তবে আগামীকাল (মঙ্গলবার) আমরা সব সদস্যদের কঠোর ভাষায় একটি চিঠি দেব, যাতে তারা অতিরিক্ত ভাড়া না নেয়,।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য আমরা আজ (সোমবার) বৈঠকে বসব।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) উত্তর জোনের উপ-কমিশনার আলী হোসেন জানান, পরিবহন ভাড়া নিয়ে অনিয়ম খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পরিবহন মালিক-শ্রমিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’

সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করে এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সরকার জনস্বার্থে কঠোর ব্যবস্থা নেবে।’

শেয়ার