Top
সর্বশেষ

স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: রিজভী

১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১:০২ অপরাহ্ণ
স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক :

সরকারের পতনের সাইরেন বাজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের ইতিহাস বলছে এই দেশের মানুষ কখনোই স্বৈরশাসক গ্রহণ করেনি। স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আমরা একটি সংকটকাল অতিক্রম করছি। তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে। বেগম খালেদা জিয়া বন্দি তার পরেও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদস্ত করার জন্য নানান পন্থা অবলম্বন করা হচ্ছে। সে কারণে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেরানীগঞ্জে একটি মানববন্ধনের আয়োজন করেছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। যারা মানববন্ধন করতে চেয়েছিলেন তাদেরকে দাঁড়াতে দেয়া হয়নি। সেখান থেকে কিছু দূরেই অবস্থিত আওয়ামী লীগের অফিসে তাদের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছিলেন।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড.কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার