Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

জয়পুরহাটে তরুণী ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা

০৮ জানুয়ারি, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
জয়পুরহাটে তরুণী ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা

জয়পুরহাট প্রতিনিধিঃ ক্ষেত থেকে শাক তুলে বাড়ির ফেরার পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁকা মাঠে ধর্ষণের শিকার হয়েছেন (১৯) বছরের এক তরুণী। এ ঘটনায় তিনজনকে আসামী করে ধর্ষণের শিকার ওই তরুণী বাদি হয়ে শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, গত (০৬ জানুয়ারী) বুধবার বিকালে মাঠ থেকে শাক তুলে বাড়ি ফেরার পথে উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মনোয়ার হোসেন (১৯) সেখানে এসে ওই তরুনীকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব পাশের আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ওই তরুনী চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলেও ধর্ষকরা তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে আহত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার