জয়পুরহাট প্রতিনিধিঃ ক্ষেত থেকে শাক তুলে বাড়ির ফেরার পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁকা মাঠে ধর্ষণের শিকার হয়েছেন (১৯) বছরের এক তরুণী। এ ঘটনায় তিনজনকে আসামী করে ধর্ষণের শিকার ওই তরুণী বাদি হয়ে শুক্রবার দুপুরে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, গত (০৬ জানুয়ারী) বুধবার বিকালে মাঠ থেকে শাক তুলে বাড়ি ফেরার পথে উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মনোয়ার হোসেন (১৯) সেখানে এসে ওই তরুনীকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব পাশের আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ওই তরুনী চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলেও ধর্ষকরা তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে আহত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।