গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৯৭ জন এবং মারা গেছেন ১৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৫৬৯ জন এবং মারা গিয়েছিলেন ২৩ জন। অর্থাৎ গতকালের তুলনায় আজ শনাক্ত বেড়েছে ১২৮ জন, কিন্তু ৭ জন কম মারা গেছেন।
নতুন করে শনাক্ত ৬৯৭ জনসহ দেশে এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাবে শনাক্ত হলেন পাঁচ লাখ ২৮ হাজার ৩২৯ জন। মারা যাওয়া ১৬ জনকে নিয়ে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা সাত হাজার ৯২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
সোমবার (২৮ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার পাঁচ দশমিক ৪৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮২৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৭টি। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ২৭ হাজার ১১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৪৩ হাজার ৪২টি।
দেশে বর্তমানে ১৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে ১১৫টি। জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী চার জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ছয় হাজার চার জন এবং নারী মারা গেলেন এক হাজার ৯১৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৯ শতাংশ, আর নারী ২৪ দশমিক ২১ শতাংশ।
বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
মারা যাওয়াদের বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগের আছেন ১১ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৯৯ জন, চট্টগ্রাম বিভাগের ৯১ জন, রংপুর বিভাগের ৩২ জন, খুলনা বিভাগের ২০ জন, বরিশাল বিভাগের ১৭ জন, রাজশাহী বিভাগের ৪৯ জন, সিলেট বিভাগের ১২ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৬৬২ জন, ছাড়া পেয়েছেন ৫৬২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ১৩ হাজার ২৯৯ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৭৬ হাজার ৪৮৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৬ হাজার ৮১৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৭৪ জন, ছাড়া পেয়েছেন ১৩৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ২১৭ জন, ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ১৩২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৫ জন।