Top
সর্বশেষ
সেপ্টেম্বরে সুদের হার কমাবে ফেড, অভিমত অর্থনীতিবিদদের ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের শেয়ারবাজারে বড় পতন, ভারতে উত্থান সর্বজনীন পেনশন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবি টাঙ্গাইলে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ অর্থসহ ১৯ ভরি স্বর্ণ লুট চাঁদপুরে গ্যাস সংকট নিয়ে আবারও উৎপাদনে বিদ্যুৎকেন্দ্র বাগেরহাটে অটোচালক হত্যার অভিযোগে ভ্যানচালক আটক ভোটারদের জন্য চেয়ারম্যান প্রার্থীর বিরিয়ানি জব্দের পর গেলো মাদরাসায় পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা লালমনিরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হলেন লতিফা

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরেও ইসরায়েলি হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি

২৭ মার্চ, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরেও ইসরায়েলি হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়া সত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৩ জন।

মঙ্গলবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

গাজায় হামলার পাশাপাশি পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এদিনও বেশ কিছু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

এদিকে সোমবার (২৫ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। নিরাপত্তা পরিষদের পাস হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে।

এ প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। কোনো পক্ষ যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে যদি ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৩২ হাজার ৪১৪ জন। আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন।

বিএইচ

শেয়ার