Top
সর্বশেষ

শ্রীপুরে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কৃষক দলের হুইল চেয়ার বিতরণ

০৪ জানুয়ারি, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
শ্রীপুরে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কৃষক দলের হুইল চেয়ার বিতরণ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে কৃষক সমাবেশে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে শ্রীপুর উপজেলা কৃষকদল।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বরমী ঈদগাহ মাঠে (বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন) বরমী ইউনিয়ন কৃষক দলের সমাবেশে ৩৪ জন দুঃস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।

প্রান্তিক কৃষকদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ-আল নাঈম এবং গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম।

শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় কৃষক সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দীন কাঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম আকন্দ, শেখ আব্দুর রাজ্জাক, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহীন আহমেদ মমতাজী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দীন মৃধা, নজরুল ইসলাম, বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক ফয়েজ আল মামুন ফকির, বরমী ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা ইয়াসমিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামসুল হক।

অনুষ্ঠান শেষে ৩৪ জন অসহায় প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন হামজা গ্রুপের এম ডি আবুল কাশেম।

এম জি

শেয়ার