চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। যুব সমাজ দেশের সম্পদ তাদেরকে দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন যুব সমাজকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং সহ যেকোন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে হলে সারা বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।
(শুক্রবার ২৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে সানরাইজ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট -২০২৫ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম,সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব এডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জালাল মিশন, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ ক্লাবের সভাপতি সঞ্চয় দাস সুমন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পুরান বাজার একাদশ বনাম তালতলা স্পোর্টিং ক্লাব।