সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪ বারে ১৭ হাজার ৭৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৫ বারে ১ লাখ ২১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪০ বারে ৯ লাখ ১৬ হাজার ৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৯৩ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৪.৭৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৫৭ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪.৫০ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৩.৪৭ শতাংশ এবং ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ৩.৩১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস