সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৩০৯ বারে ২ লাখ ৩৪ হাজার ২৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩৪২ বারে ১ লাখ ৯১ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ১৭৩ বারে ১৮ লাখ ৫৭ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকমের ৯.৮৫ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯.৬৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৬৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৫৫ শতাংশ এবং জেনেক্সের শেয়ার দর ৯.৪৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস