সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২১২ বারে ১১ লাখ ৩৭ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৬ বারে ৫১ হাজার ৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৩৮ বারে ২৭ লাখ ৩১ হাজার ৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৩ লাখ টাকা।
ডিএসই দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করতে পারেনি। যে কারণে দর অপরিবর্তিত কোম্পানি ৭ কোম্পানি যুক্ত করে পতন তালিকা প্রকাশ করেছে।
অপরিবর্তিত সাত কোম্পানির মধ্যে রয়েছে ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স, বিডি সার্ভিসেস, বেক্সিমকো সিনথেটিকস এবং সিঅ্যান্ডএ টেক্সটাইল।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস