সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৮৪ বারে ৭৯ লাখ ২১ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ২৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ৩৬৬ বারে ৬ লাখ ২২ হাজার ৮৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৬ বারে ১৮ লাখ ২৭ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ, ফার কেমিক্যালের ৬.২৫ শতাংশ, এটিসিএসএলজিএফের ৬.১২ শতাংশ, ন্যাশনাল টির ৫.৩৮ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৫.০৫ শতাংশ এবং জিকিউ বলপেনের শেয়ার দর ৪.৮৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস