সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৪৮ বারে ২৫ লাখ ৯৭ হাজার ৬২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৫৮ বারে ১৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০ বারে ২ লাখ ৩৪ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১.৯৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১.৯৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১.৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস