সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৭৭২ বারে ২ লাখ ৫২ হাজার ২৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ। কোম্পানিটি ১৫ বারে ৩৩ হাজার ২৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৫ বারে ১৯ লাখ ৫৫ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ৩.৬০ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.১১ শতাংশ, ব্যাংক এশিয়ার ১.৯৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১.৯০ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৮৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ১.৩৬ শতাংশ এবং আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ইউনিটর দর ১.২৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস