সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৬৪ বারে ৯৪ লাখ ৬৫ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ১৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬৩ বারে ২ লাখ ৫২ হাজার ৫৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮২ বারে ৭ লাখ ৫৩ হাজার ৫৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিডিকম, বিডি থাই ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও এনআরবিসি ব্যাংকের ২ শতাংশ করে এবং এটলাস বাংলাদেশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও জেনেক্সের শেয়ার দর ১.৯৯ শতাংশ করে কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস