সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭১০ বারে ২ লাখ ১০ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৮৪৯ বারে ৮৪ লাখ ৯০ হাজার ৭৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফরচুন সুজের দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৪০ বারে ১১ লাখ ৪৯ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ফুডসের ৪.১২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৭৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৩৫ শতাংশ, সোনালী পেপারের ৩.২৫ শতাংশ, আইপিডিসির ২.৮১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ২.৮১ শতাংশ এবং এসিআই ফর্মূলেশনের শেয়ার দর ২.৪৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস