সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১ বারে ২০ লাখ ৮৭ হাজার ৬৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। ফান্ডটি ১২৩ বারে ৫ লাখ ১৯ হাজার ৬৩৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিবিএসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৭৭ বারে ১৫ লাখ ৯৮ হাজার ২৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আনলিমা ইয়ার্নের ১.৯৭ শতাংশ, সিএপেএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১.৯৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১.৯৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ, জেনেক্সের ১.৯৫ শতাংশ, ইজেনারেশনের ১.৯৫ শতাংশ এবং এস আলমের শেয়ার দর ১.৯৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস