সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানিটি ৩৬৪ বারে ৬ লাখ ৫৫ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনালী পেপারের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ০৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৪৮ বারে ৪ লাখ ৫ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৮৪ বারে ১২ লাখ ২১ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৫.৮৪ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১১ শতাংশ, এটলাসের ২.৯৮ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ২.৭৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস