সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানির ৩৭ কোটি ৩৬ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা ড্রাগন সোয়েটারের লেনদেন হয়েছে ৮ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের ৩ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার।
এছাড়া, আরডি ফুডের ৩ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার, সোনালী পেপারের ৩ কোটি ৫ লাখ ৯৬ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৪৩ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১০ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৪৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ২১ হাজার টাকার, বিকন ফার্মার ৮৬ লাখ ৩৮ হাজার টাকার, বিডিকমের ৭৯ লাখ ৫৭ হাজার টাকার, গ্রামীণফোনের ৫০ লাখ ৯৬ হাজার টাকার, কাট্টলী টেক্সটাইলের ৪৯ লাখ ৬১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৯ লাখ ৪৫ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ২৩ লাখ ২০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২১ লাখ ৮১ হাজার টাকার, রহিমা ফুডের ২১ লাখ ৭০ হাজার টাকার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২১ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ১৯ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১৩ লাখ ১৯ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৯ লাখ ৭৪ হাজার টাকার, শাশা ডেনিমসের ৮ লাখ ৫২ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৬ লাখ ৫ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫ লাখ ৭৮ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৫ লাখ ৩৫ হাজার টাকার, রিং সাইন টেক্সটাইলের ৫ লাখ ১৫ হাজার টাকার এবং ভিএফএস থ্রেডের ৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস