সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৩ বারে ২৮ লাখ ১ হাজার ১১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওয়াইম্যাক্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৫৯ বারে ২৩ লাখ ৮০ হাজার ৯৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৩১০ বারে ৭৫ হাজার ৩১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাশেম ইন্ডাস্ট্রিজের ৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.২১ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৯৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৪৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪৬ শতাংশ এবং বিডি ল্যাম্পসের শেয়ার দর ৪.৪০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস