ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন (ডিবিএইচ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের দর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৫৭ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডিকমের দর কমেছে ৯ দশমিক ১১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০৫ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ১০ লাখ ১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৯.০২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৬৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮.০৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৩ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৭.২১ শতাংশ, সুহৃদের ৭.১১ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৭.০৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস