Top
সর্বশেষ
ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি: খন্দকার মোশাররফ পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা ইরানের অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত শেকৃবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী আটক চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে দশমিক ৩৮ শতাংশ

২৬ মার্চ, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে দশমিক ৩৮ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকা কমেছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কিছুটা বেড়েছে। তবে ডিএসই ও সিএসইর অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে বিদায়ী সপ্তাহে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ০২ হাজার ৭৩১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা দুই হাজার ৫২৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২৩৯ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ০৫৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৮১৫ টাকা বা ০.৩৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৭২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৫২.৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৬.৮১ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৬.৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির বা ২৭.২৭ শতাংশের, কমেছে ২৬৪টির বা ৬৮.৫৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৭৪ লাখ ০১ হাজার ০৮০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২০ কোটি ৮৫ লাখ ০৪ হাজার ৯৫০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১২ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ১৩০ টাকা বা ১০.৬৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৩৮ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৪.৫৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩.১৪ পয়েন্ট বা ০.০২ শতাংশ, সিএসই-৩০ সূচক ১০৪.৬২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ৫.৮৯ পয়েন্ট বা ০.৪০ শতাংশ এবং সিএসআই ১.৯৬ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮৯৩.৬৭ পয়েন্টে, ১৪ হাজার ২১০.৭৯ পয়েন্টে, এক হাজার ৪৬৭.৮৪ পয়েন্টে এবং এক হাজার ২৩৭.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির বা ২৯.৬৮ শতাংশের দর বেড়েছে, ২৩৫টির বা ৬৭.৭২ শতাংশের কমেছে এবং ৯টির বা ২.৫৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার