সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭৭ বারে ১৫ লাখ ১৪ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ডেল্টা স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৪ বারে ৬ লাখ ৭১ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৪ বারে ১ লাখ ২৯ হাজার ৪৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এটলাস বাংলাদেশের ১.৯৯ শতাংশ, আইপিসি ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১.৯৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১.৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৬ শতাংশ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১.৯৬ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস