সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৮২৭ বারে ৪ লাখ ৮৮ হাজার ৯৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৬০৪ বারে ১ লাখ ৬৮ হাজার ৭১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭০০ বারে ৩ লাখ ২২ হাজার ৭২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৪৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৪.৮৬ শতাংশ, আইপিডিসির ৪.৭২ শাতংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস