সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১২ বারে ৪৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩৪ বারে ৭২ লাখ ৬৯ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ৯২১ বারে ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ৬০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলোর ৫.৮৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৩০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৭১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.২৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৩.৭৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস