সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৫ বারে ৬ লাখ ২৬ হাজার ৯৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৫ বারে ১১ লাখ ২ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮ বারে ৬ হাজার ৮৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৯ শতাংশ, নর্দার্ণ জুটের ১.৯৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৪ শতাংশ, সমতা লেদারের ১.৯২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৯২ শতাংশ, ব্যাংক এশিয়ার ১.৯১ শতাংশ এবং স্টাইলক্রাফটের শেয়ার দর ১.৯০ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস