ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১২৬ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৫০ লাখ ১ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯০ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ১৭২ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১২৭ কোটি ১৩ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকার, বিডিকমের ১২০ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৮৫ কোটি ৮৮ লাখ ২২ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৮১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার টাকা, আমরা টেকনোলজির ৭১ কোটি ৭২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস